| |
               

মূল পাতা সারাদেশ জেলা ঠাকুরগাঁওয়ে একজনকে গুলি করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে


ঠাকুরগাঁওয়ে একজনকে গুলি করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে


রহমত নিউজ     29 August, 2024     06:21 PM    


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তবে বিজিবি বলছেন, বিষয়টি তারা শুনেছেন। সত্যতা যাচাই চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, তারা শুনেছেন। কিন্তু নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়ার কথা তিনিও শুনেছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ